অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

২৫ মার্চ রাতে ১মিনিট ব্লাক আউট পালন করা হবে

0
.

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের শহীদদেরস্বরণে (গণহত্যা দিবস উপলক্ষ্যে) ২৫ মার্চ রাত নয়টায়, এক মিনিটের জন্য সারাদেশে ব্লাক আউট (বিদ্যুৎবিহীন অন্ধকার) পালন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এবারের স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয় রবিবার(৩মার্চ) সচিবালয়ে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ দিন রাতে এক মিনিটের জন্য অন্ধকার হয়ে যায় পুরো বাংলাদেশ। সারাদেশ এক মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায়। চলন্ত গাড়ি ওই সময় থেমে যায়। হেঁটে চলা মানুষ থেমে যায়।

এছাড়া ২৬শে উপলক্ষে বাড়িঘর বা বিভিন্ন স্থাপনায় নিয়ম মেনে পতাকা উত্তোলনের আহ্বান জানান তিনি।

এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিভিন্ন ভবন ও যানবাহনে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে নিয়ম কানুন মেনে চলার আহ্বান জানাচ্ছি’