অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিমান ছিনতাইয়ের চেষ্টা, শাহআমানতে দুবাইগামী বিমান ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী

1
.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাইগামী একটি ফ্লাইট ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ওই ফ্লাইটে ভিতরে ছিনতাইয়ের চেষ্টা অভিযোগে সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে বলে জানাগেছে।

আজ রবিবার বিকাল সোয়া ৫টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল।

বিমানের ভিতরে ছিনত্ইয়ের চেষ্টার ঘটনায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে এটি।

.

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক বলেন, বিমানটির মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তি ও দুইজন ক্রু রয়েছেন। সন্দেহভাজনের হাতে অস্ত্র রয়েছে।

ঘটনার পরপরেই র‌্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরের মধ্যে প্রবেশ করেছে। বিমানবন্দরটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে।

.

ওই বিমানের একজন যাত্রী জানিয়েছেন, উড়োজাহাজের ভেতরে একজন যাত্রীর হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে। তিনি বিদেশি। ভেতরে একটি গুলির শব্দ শোনা গেছে। কেউ একজন তাতে আহত হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, প্রথমে কেবিন ক্রুদের একজন ওই বিদেশি ব্যক্তিকে দেখে সন্দেহ করলে পাইলটকে জানান। পাইলট কোনো ঝুঁকি না নিয়ে নিরাপত্তার স্বার্থে অবতরণ করার সিদ্ধান্ত নেন।

আইন শৃঙ্খলা বাহিনী সুত্রে জানাগেছে, সেনা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ কমান্ডো টিম বিমানের ভেতর অপারেশন চালানোর প্রস্তুতি চলছে। টিমে রয়েছে বোমা নিস্ক্রিয়কারি বিশেষজ্ঞরা।