অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

“কাব্য পথিক” সম্মাননা পেলেন চট্টগ্রামের তরুণ কবি রাজু আহমেদ

0
.

দুই বাংলার বিখ্যাত সাহিত্য সংগঠন বাংলা কাব্য পরিবার  ‘‘ কাব্য পথিক ” সন্মাননা পেয়েছেন চট্টগ্রামের তরুণ কবি রাজু আহমেদ।

গত ১৩ ই ফেব্রুয়ারী বুধবার ঢাকা শাহবাগস্থ জাতীয় জাদুঘর এর ”বেগম সুফিয়া কামাল মিলনায়তন” দুইবাংলার কবিদের লেখা নিয়ে যৌথ কাব্য সংকলন এর মোড়ক উন্মোচন এবং গুনীজন সম্বর্ধনা‘র আয়োজন করা হয়।

এতে নিজেদের স্বরচিত কবিতা আবৃত্তি করে শুনান সারাদেশ থেকে যোগ দেয়া কবিগণ।

প্রধান অতিথি ছিলেন বাংলা কবিতার মানসপুত্র নদ্দিত কবি হেলাল হাফিজ। সভাপতিত্ব করেন প্রখ্যাত হৃদরোগ চিকিৎসক শল্যবিদ এবং কবি অধ্যাপিকা ডঃ হাসিনা বানু।

অনুষ্ঠানে দুই বাংলার কাব্যসাধনায় অবদানের জন্য কবি রাজু আহমদকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

কবি রাজু আহমেদ জানান, “ভালোবাসার চিঠি” উপরেই কাব্য পথিক পুরস্কারটি পেয়েছি। আমার আরো একটি যৌথ কাব্যের বই বের হয়েছে বইটির নাম (কাব্য প্রজন্ম ২০১৯) এখানে কবি হেলাল হাফিজসহ এই শতাব্দীর ১০০জন কবির কবিতা স্থান পেয়েছে এটি ২০০০ পৃষ্ঠার মত এখানে আমার ২০টি কবিতা এটিই হবে বর্তমান সময়ে প্রকাশিত বাংলা সাহিত্যের সব চেয়ে বড় কাব্য গ্রন্থ।

১৯৯৯ সালে বের হয় “না বলা কথা” ২০০২ সালে “ভালোবাসার বৃষ্টি জল” আর ২০১৯তে বের হয় “কাব্য প্রজন্ম ২০০০” নামে যৌথ কাব্য গ্রন্থ এ গ্রন্থে মোট ১০০জন কবির কবিতা রয়েছে। এটা একটা বাংলা সাহিত্যের অন্যতম কাব্যগ্রন্থ।