অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৪মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন আবুল হাসেম বক্কর

0
.

দীর্ঘ চারমাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর।

আজ রবিবার বিকেল ৫টা ১৭ মিনিটে তিনি চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি বেরিয়ে আসেন বলে জানান, আবুল হাসেম বক্করের ব্যাক্তিগত সহকারী এস এম সাহিদ ইকবাল।

মুক্তি পাওয়ার পর জেল গেটে তাকে নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।

এর আগে গত ১১ ফেব্রয়ারী উচ্চ আদালত থেকে জামিনে মুক্তিপান আবুল হাসেম বক্কর।

উল্লেখ্য- গত বছরের ২২ অক্টোবর দুপুরে  নগরীর জিইসির মোড়ের একটি হোটেলের সামনে থেকে কেন্দ্রিয় বিএনপির  বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করকে আটক করে নগর ডিবি পুলিশ।

আটকের আর্ধঘন্টা আগে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে গায়েবী মামলা নিয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আবুল হাশেম বক্কর।
সেখানে তিনি অভিযোগ করেন বজ্রপাতের শব্দকে বোমা বিস্ফোরণ উল্লেখ করে পুলিশ নগরীর বায়েজিদ বোস্তামী থানায় বিএনপি নেতাকর্মীদের আসামী করে মামলা করেছে।

বক্করের ব্যাক্তিগত সহকারী এস এম সাহিদ ইকবাল জানান আটকের পর নগরীর বিভিন্ন পুলিশ আবুল হাসেম বক্করের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করেন। সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর আজ বিকেলে তিনি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন।