অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভারতে বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডে নারী শিশুসহ ১৭ জনের মৃত্যু

0
.

ভারতের রাজধানী দিল্লির করোলবাগে এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু ও নারীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে।  আজ (মঙ্গলবার) ভোরে অর্পিত প্যালেস নামে হোটেলটিতে আচমকা আগুন ধরে গেলে ওই দুর্ঘটনা ঘটে। এসময় আতঙ্কিত মানুষজন ৪ তলা হোটেল থেকে নীচে লাফিয়ে বাঁচার চেষ্টা করেন।

দমকল বিভাগের কর্মকর্তা সুনীল চৌধুরী প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও সাত জন পুরুষ রয়েছেন।

আজ ভোর সাড়ে চারটা নাগাদ আগুন ধরার খবর পেয়ে দমকল বিভাগের ২৭ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পরে সকাল ৭ টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় নিহতদের লাশ বের করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। উদ্ধারকারীরা এসময় হোটেলে আটকে পড়া ৩৫ জনকে উদ্ধার করতে সমর্থ হন। আহত ১৩ জনকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হলে এদের সকলেই মারা যান। লেডি হার্ডিং হাসপাতালে ভর্তি হওয়া পাঁচ জনের মধ্যে দুই জন মারা যান। অন্যত্র আরও দু’জনের মৃত্যু হয়।

বৈদ্যুতিক শটসার্কিটের ফলে হোটেলটিতে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ওই ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে।

হোটেল মালিকের ভাই প্রদীপ কুমার বলেন, আমাদের ওই হোটেলটি ২৬ বছরের পুরোনো। আগুন ধরে যাওয়ার পরে ম্যানেজার ফায়ার ব্রিগেডকে ফোন করলে ১৫ মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছে।