অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মীরসরাই কলেজ বাজারে আগুনে ভস্মিভূত ১৩ দোকান

0
.

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জেলার মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৩টি দোকান। গতকাল বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি)রাত ১২টা ১৫ মিনিটের দিকে মীরসরাইয়ের কলেজ বাজার সড়কে কাঁচাবাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ৩টি ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীরা ভোর ৪টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সুত্রে জানাগেছে, গতকাল রাতে লাগা এ আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ হয়েছে আজ ভোর ৪টায়।

.

এদিকে আগুন লাগার  খবর পেয়ে মীরসরাই, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশনের ৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৪ ঘণ্টা চেষ্টার পর ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওষুধ,কনফেকশনারি, মুদি,কীটনাশক,জুতা ও লন্ড্রি দোকানের মালামাল পুড়ে যায়।

পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে-হক সু ষ্টোর, শফি মোল্লা ষ্টোর, মা-মনি টেইলার্স, মুন্না ফার্মেসী, গোপাল ষ্টোর, আল-আমিন ষ্টোর, বাবু ষ্টোর, হাওলাদার খাদ্য ভান্ডার, শিমুল ষ্টোর, খাঁন ডেল্টা ফার্মেসী।

এ ঘটনায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।