অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামসহ সারাদেশে মাঝারি ধরণের ভুমিকম্প

7
14137857_10207001349901532_834527082_n
ভূমিকম্পের পরপরই রাজধানী ঢাকার একটি বহুতল ভবন থেকে নীচে রাস্তায় নেমে আসেন আতঙ্কিত মানুষ।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরণের ভূমিকম্প অনুভব হয়েছে। আজ বুধবার বিকেল ৪টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্র ছিল মাত্রা ৬.৭।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো মায়ানমার। প্রায় ১০ থেকে ১২ সেকেন্ড এ কম্পন অনুভূত হয়।

তবে ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮।

এ সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে এবং ভয়ে রাস্তায় নেমে আসতে দেখা গেছে।

আবহওয়া অধিদফতরের ভূমিকম্প পরিমাপক কেন্দ্রের আবহওয়াবীদ জাকির হোসেন বলেন, ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা এটার মাত্রা পরিমাপ করছি। পরে বিস্তারিত বলা যাবে।

বিভিন্ন স্থান থেকে খবর এসেছে ভুমিকম্পের সময় সারাদেশে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে চট্টগ্রাম ছাড়ঢাকা ছাড়াও  খুলনা, ফরিদপুর, রাজশাহী, নেত্রকোনা, ফেনী, সাতক্ষীরা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

 

৭ মন্তব্য
  1. Diluwara Haque বলেছেন

    6.8 মাত্রা প্রায় 7

  2. ডাঃ খালেদ দেওয়ান বলেছেন

    ভয় পেয়েছিলাম’
    এস আই শিল্পী ভাই ।

    1. Saiful Islam Shilpi বলেছেন

      আমি একটা জনসভায় ছিলাম..বুঝতে পারিনি।

  3. Mofijul Islam বলেছেন
  4. Bahar Uddin বলেছেন

    অফিসে কম্পিউটারের সমানে বসা ছিলাম। ভূমিকম্পে কম্পিউটারটা কিভাবে নড়ছে তা দেখছিলাম আর মনে মনে বলছিলাম আল্লাহ সবাইকে রক্ষা করো।

  5. Mostaque Ahmed বলেছেন

    আন্দরকিল্লা জি এ ভবন ডান বাম করছিল ভাই