অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

একটি ফলের দাম চুরাশি হাজার টাকা!

0
.

সুমিষ্ট কিংবা সুস্বাদু ফলের দাম একটু বেশি হতেই পারে। তবে ইন্দোনেশিয়ায় জন্মানো সু-ঘ্রাণযুক্ত ডুরিয়ান ফলের ঘ্রাণটা বোধহয় একটু বেশিই! তাই দামটা শুনে চক্ষু চড়কগাছ হতেই পারে! হ্যাঁ, প্রতিটি হাজার ডলার দরে সম্প্রতি দেশটিতে দুটি ফল বিক্রি করা হয়েছে। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় চুরাশি হাজার টাকা।

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের তাসিকমালায়র একটি মার্কেটে বুধবার (৩০ জানুয়ারি) বিক্রি করা হয় ফল দু’টি।

বলা হচ্ছে, প্রতিটি ফলের দাম সেখানকার স্থানীয় জনগণের গড় মাসিক আয়ের প্রায় আট গুণ। দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় এই ফলটিকে ‘কিং অব ফ্রুটস’ বা ‘ফলের রাজা’ বলেও ডাকা হয়।

জানা যায়, এমনিতে ‘জে কুইন’ প্রজাতির এই ফলের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালেই। তবে দুষ্প্রাপ্য কয়েকটি জাতের ফলের রয়েছে মন মাতানো ঘ্রাণ। সে কারণেই দামটাও বেশ চড়া।

মার্কেটের ম্যানেজার এএফপিকে জানিয়েছেন, “চড়া দামের ফল দু’টির ক্রেতা নিজের পরিচয় জানাতে রাজি হন নি, তবে তিনি ডুরিয়ান ফল অসম্ভব রকম পছন্দ করেন।”

তবে ফলের এমন চড়া দামের বিষয়টি সবার কাছে পছন্দনীয় হতে পারেনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একজন লিখেছেন, “দামটা একটু বাড়াবাড়ি রকমের বেশি। এই অর্থ দিয়ে ফল না কিনে আমি বরং একটা মোটরবাইক কিনতাম।”