অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কক্সবাজার সমিতি চট্টগ্রাম এর দ্বি-বাষিক নির্বাচন সম্পন্ন

0
.

১৯৬৭ সালে প্রতিষ্টিত চট্টগ্রাম শহরে বসবাসরত কক্সবাজার জেলার বাসিন্দাদের এতিহ্যবাহি ও অতি পুরানো সংগঠন কক্সবাজার সমিতি চট্টগ্রামের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরীর বৌদ্ধ মন্দির সড়কস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে এক সাধারন সভা অনুষ্টিত হয়।

সভা শেষে সদস্যদের ভোটে আগামী (২০১৯-২০২০)দুই বছরের জন্য কার্যকরী পরিষদের ২৭ কর্মকর্তা নির্বাচিত হয়। নির্বাচিতরা হলেন সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি জয়নুল আবেদীন, আবু ওয়ালিদ মোহাম্মদ হারুন, মো. কাজেমুর রশিদ, এজেএম গিয়াসুদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. নাজেমুল হক, যুগ্ন-সম্পাদক মইন উদ্দিন আহমদ, মোরশেদ মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক মো. এয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক এ এন এম সোহাইল, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোহাম্মদ কলিম উল্লাহ, সমাজ কল্যান সম্পাদক সুলতানুল কবির সুমেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দিদারুল আলম, আইন বিষয়ক সম্পাদক এ,বি,এম রিয়াদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ইফতিয়ার উদ্দিন, দপ্তর ও গন যোগাযোগ সম্পাদক মো. রায়হান উদ্দিন, তথ্য প্রযুক্তি ও গবেষনা সম্পাদক মোহাম্মদ বশির আল মামুন, মহিলা সম্পাদক ইয়াসমিন আনিস চৌধুরী, কার্যপরিষদ সদস্য হাফেজ আমান উল্লাহ, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ জহীরুল হক, মোহাম্মদ আশফাকুর রহমান, মো. আবদুল বাসেত খান, মো. আয়াজ উদ্দিন, সাজেদ চৌধুরী, মো. নুর- এ আলম সিদ্দিকী ও মো. ওবাইদুল হক মনি।

এদিকে এদিন বিকাল ৩ টায় সমিতি কার্যালয়ে এক সাধারণ সভা সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র আইনজিবি এড. মাহমুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যার সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোকতার আহমদ, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ হাসমত আলী প্রমূখ।

সভাশেষে নবনির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষনা করেন সদস্য মো. রায়হান উদ্দিন। নির্বাচন পরিচালনা করেন সমিতির সদস্য মহিউদ্দিন আহমেদ, মো. নুরুল হোসাইন বাহাদুর ও মোহাম্মদ কপিল উদ্দিন।