অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চেক প্রতারণায় সীতাকুণ্ডের ব্যাবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী

0
.

চেক প্রতারণা মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ডে মোঃ কাইসারুল আলম নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে আদালত।

আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-২ এর বিচারক আবু সালেম মোহাম্মদ নোমান এর আদালত আসামীর বিরুদ্ধে এন.আই এ্যাক্ট এর ১৩৮ ধারার বিধান মতে অভিযোগ সরাসরি আমলে নিয়ে এ সমন জারির আদেশ দেন।

ব্যবসায়ী কায়সারুল আলম সীতাকুণ্ডে মধ্যম ছলিমপুর জাফরাবাদ এলাকার মোঃ বদিউল আলম এর পুত্র

এর আগে বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ, নগরীর জুবিলী রোড শাখার এসিসট্যান্ট অফিসার ফারজানা ইসলাম বাদী হয়ে ব্যবসায়ী কায়সারুল আলম বিরুদ্ধে চেক প্রতারণার মামলাটি দায়ের করেছিলেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন- এডভোকেট এ.এম জিয়া হাবীব আহসান বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, আসামী কায়সারুল আলম তার পরিচালনাধীন ও মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স নুরী এন্ড সন্স নামীয় ব্যাংক হিসাবের বিপরীতে ১কোটি টাকার ১টি চেক প্রদান করেন। কিন্তু প্রদত্ত চেক তার কথা মতে ব্যাংকের নামীয় সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে উপস্থাপন করলে চেকটি ডিজঅনার হয়ে ফেরত আসে।

এব্যাপারে ব্যাংকের পক্ষে এসিসট্যান্ট অফিসার ফারজানা ইসলাম বাদী হয়ে গত ৩ ডিসেম্বও ২০১৮ ইং তারিখে এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় চট্টগ্রাম চীফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে (সি.আর মামলা নং-২৩৯৩/১৮) মামলা দায়ের করেন।

আদালত আজ মঙ্গলবার আসামী কায়সারুল আলমকে আদালতে সশরীরে উপস্থিত থাকার জন্য দিন ধার্য্য করলেও আসামী উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে সমন জারী করেন বলে জানান আইনজীবি জিয়া হাবীব আহসান।

বাদী পক্ষে আদালতে মামলা পরিচালনাকারী অন্যন্য আইনজীবিরা হলেন, এ.এইচ.এম জসিম উদ্দিন, দেওয়ান ফিরোজ আহমদ, প্রদীপ আইচ দীপু, সাইফুদ্দিন খালেদ, মোঃ হাসান আলী প্রমুখ।