অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেছে বসতঘর ও দোকানপাট

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় অগ্নিকান্ডে ৭টি স্থাপনা পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে ৫টি বিভিন্ন দোকান ও দুটি বসতঘর। গতকাল (শনিবার) রাত সাড়ে ১১ টার সময় উপজেলার মাদামবিবিরহাটের জাহানাবাদ এলাকার সোনারগাঁও পেট্টোল পাম্পের পশ্চিম পার্শ্বে আগুন লাগান ঘটনা ঘটে।

আগুনে স্থানীয় জেলে পাড়ায় জেলেদের বেশ কিছু মাছ ধরার জালও আগুনে পুড়ে যায়।  খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ঘটনারস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ্যরা।

এব্যাপারে প্রত্যক্ষদর্শী স্থানীয় আওয়ামীলীগ নেতা খায়রুল আজম জসিম বলেন, রাতে আগুন লেগে তিনটি মুদির দোকান, ২ টি স্টেশনারী দোকান এবং দুইটি ভাড়াঘর সম্পুর্ণ পুড়ে যায়। জেলেদের মাছ ধরার বেশ কিছু জালও আগুনে ভস্মীভূত হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল্লাহ হারুন পাশা জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে বেশ কয়েকটি দোকান ও ভাড়ার ঘর পুরে যায়। ধারণা করা হচ্ছে দোকানের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়েছিল।