অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কেইপিজেডে দুই বাসের সংঘর্ষে ৩ শ্রমিক নিহত, বাসে আগুন

0
.

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) এলাকায় দুটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন আহত হন।

আজ শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। েএসময় বিক্ষুব্ধ শ্রমিকরা তিন বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

.

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মো. আরেফিন জুয়েল বলেন, সকালে কেইপিজেডের ভিতরে শ্রমিক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা অপর একটি বাসকে চাপা দিলে ঘটনাস্থলে মোহাম্মদ লতিফ (৫০) নামে একজন নিহত হয়। আহত হয় অসংখ্য শ্রমিক।

আহতদের হাসপাতালে নেয়ার পর সুলতানা রাজিয়া (৩৫) ও মো. ইরফান (২৭) নামে আরো দুই শ্রমিক মারা যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, কেইপিজেডে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পর দুজনসহ মোট ৩ জন মারা গেছে। আহতবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত ৪০ জন।

.

আহতরা হলেন-রমা চৌধুরী (২৫), তানিয়া আক্তার (২৫), উজ্জ্বল কান্তি দে (৩০), ইসপিকা চৌধুরী (২৬), জয়া (২৪), রুমপি (২৮), নাহিদা (২২), পিয়াংকা (২৪), রহিমা (২৪), সাথী (১৯), নুর জাহান (২৩),কাউছার আক্তার (২০), শাখী (২০), সুমন কান্তি দে (৩৫), নারগিস (২৫), লাভলী (১৮), তৌহিদুল (৩০),মিতালি (৩০), রাজু বড়ুয়া (৩২), আইরিন (১৯), চেমন আরা (১৮), ইয়ামিন (১৮), শামীমা (২৪), উত্তম (৪৭), কাকলী (২২), রহিমা (২৩), মিনতি (৩৯), শুকলা (১৮), রুবি (৩০), রুবি আক্তার (২৫), তানিয়া (২০), আমিন (৩৩), তৈয়বা সুলতানা (২০)।বিশ্বজিৎ (৩৭) ও ফারুক (৪৯)।

এদিকে কেইপিজেড সুত্রে জানাগেছে নিহত গার্মেন্ট কর্মী  মোহাম্মদ লতিফের বাড়ী বরিশালে।  সুলতানা রাজিয়া ও মো ইরফানের বাড়ী আনোয়ারা উপজেলায়।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের বহনকারী কেইপিজেডের ৩টি বাসে আগুন ধরিয়ে দিলে বাস ৩টি আগুনে পুড়ে যায়।