অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খাগড়াছড়িতে গোলাগুলিতে দুজন নিহত

0
.

খাগড়াছড়িতে ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ও জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন।আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার পুজগাং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুজগাং বাজারের চা বিক্রেতা উজ্জল বিকাশ চাকমা (৩০) এবং পুজগাং-আমতলী রাস্তা নির্মাণ শ্রমিক চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা সোহেল রানা (৩০)।

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নীরন চাকমা অভিযোগ করেন, জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের কর্মীরা পুজগাং বাজার এলাকায় ইউপিডিএফের স্বতন্ত্র সিংহ প্রতীকের প্রার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেয়।এ সময় এলোপাতাড়ি গোলাগুলিতে দুজন নিহত হন।

তবে ইউপিডিএফের অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির নেতা সচিব চাকমা বলেন, তাদের অভ্যন্তরিক কোন্দলেই সাধারণ মানুষ খুন হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।