অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শাহ আমানত বিমানবন্দরে পৌনে এককেজি স্বর্ণ উদ্ধার, যাত্রী আটক

0
.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাস ফেরত এক বিমান যাত্রীর কাছ থেকে পৌনে এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে।

আজ শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় বেসরকারী বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের (আরএক্স ৭২৪) ফ্লাইটে আসা মাসকাট ফেরত জাহিদুল ইসলাম নামের ওই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

তিনি লাগেজে হামানদিস্তার ভেতর সুকৌশলে লুকানোবস্থায় পৌনে ১ কেজি স্বর্ণ নিয়ে আসেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) নাসির উদ্দিন মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসকাট ফেরত যাত্রী জাহিদুল ইসলামের লাগেজ স্ক্যানিংয়ের সময় পান-সুপারি গুঁড়ো করার একটি হামানদিস্তা পাওয়া যায়। পরে সেটি বের করে চেকিংকালে স্বর্ণগুলো ধরা পড়ে।

তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে স্বর্ণ আনার কথা স্বীকার করেছে। হামানদিস্তার তলায় গোলাকৃতির একটি এবং দণ্ডের মধ্যে লুকানো দণ্ডাকৃতির একটি স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণগুলোর ওজন ৬৯৮ গ্রাম।

এ ব্যাপারে ওই যাত্রীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।