অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাঁশখালী পৌরসভার ৪০ কোটি টাকার বাজেট ঘোষণা

0
Screenshot_1 (15)
বাঁশখালী পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংসদ সদস্য মোস্তফিজুর রহমান চৌধুরী।

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার (২০১৬-২০১৭) অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ আগষ্ট) বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মোস্তফিজুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী আগামী ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ৪০ কোটি ১১ লক্ষ ৭ হাজার ৫শ ২০ টাকার বাজেট ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পৌরসভা গুলোকে আধুনিক করতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে সরকার। সেই লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভাকে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে। প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন।

বাঁশখালী পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে ও পৌর কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় পৌরসভা মিলনায়তনে অনুষ্টিত ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীন আওয়ামীলীগ নেতা অধ্যাপক আবদুল মালেক নূরী, কৃষকলীগ নেতা আতাউল করিম আতিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহসহ উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় তিনি এ বাজেট বাস্তবায়নে স্থানীয় এমপি মোস্তফিজুর রহমান চৌধুরীসহ পৌর নাগরিকদের সার্বিক সহযোগিতাও কামনা করেন।

উল্লেখ্য, জলদী ইউনিয়নকে ২০০২ সালে পৌরসভা হিসেবে ঘোষনা করেন তৎকালীন সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নিত করেন। প্রথম শ্রেণিতে উন্নির্ত হওয়ার পর নির্বাচিত সরকার দলীয় মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী এ বাজেট ঘোষণা করেন।