অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অরিত্রীর শ্রেণি শিক্ষক হাসনা হেনা গ্রেফতার

0
.নিহত অরিত্রী অধিকারী

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে প্রভাতী শাখার শিক্ষিকা (অরিত্রীর শ্রেণি শিক্ষক) হাসনা হেনাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার খন্দকার নুরুন্নবী  জানান, রাজধানীর উত্তরা থেকে বুধবার রাত ১১টার দিকে ওই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, অরিত্রীর আত্মহত্যার প্ররোচণাকারী হিসেবে অভিযোগ ‘প্রমাণ’ হওয়ায় শিক্ষিকা হাসনা হেনা ছাড়াও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতী শাখার শিফট ইনচার্জ জিনাত আখতারের গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার মামলাটির তদন্তভার পাওয়ার পর পরই স্কুলে গিয়ে সেদিনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে ডিবি পুলিশ। শিক্ষক ও অরিত্রীর পরিবারের সঙ্গে

পল্টন থানার উপ-পরিদর্শক এসআই সুজন তালুকদার জানান, রাত ৮টার দিকে অরিত্রীর বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে মামলাটি (মামলা নম্বর ১০) করেন।