অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম-৮ আসনে আ’লীগ থেকে মনোনয়ন পাচ্ছেন জাসদের বাদল!

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন (চান্দগাঁও-বোয়ালখালী) এ শরিক দলকে ছেড়ে দেয়া হচ্ছে বলে শুনা যাচ্ছে। প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নের চিঠি দিচ্ছে কেন্দ্রিয় আওয়ামী লীগ। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীরা ইতিমধ্যে সে চিঠি পেতে শুরু করেছেন।

সংসদের ৩শত আসনের বিপরীতে ২৭০ আসনের চিঠি মনোনয়ন প্রত্যাশীদের হাতে পৌঁছানো হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এবার জোটের শরিকদলগুলোর জন্য ৭০টি আসনে ছাড় দেবে আওয়ামী লীগ।

সেই সুবাদে চট্টগ্রাম-৮ আসন (চান্দগাঁও-বোয়ালখালী) এ শরিক দলকে ছেড়ে দেয়া হচ্ছে বলে জানাগেছে। তবে এখনো পর্যন্ত এ আসনে আওয়ামী লীগের কেউ মনোনয়নের চূড়ান্ত চিঠি না পাওয়ায় হতাশা বিরাজ করছে নেতা-কর্মীদের মাঝে।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সিডিএ চেয়ারম্যান আবদুস ছালামসহ ১৮জন প্রার্থী রয়েছেন।

চট্টগ্রাম-৮ আসনে এবারের নির্বাচনে আওয়ামী নেতৃত্বাধীন মহাজোটের শরিক দলের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন জাসদ (একাংশ) এর সভাপতি মঈন উদ্দিন খান বাদল ও ন্যাপের লায়ন বাপন দাশগুপ্তের নাম শোনা গেছে।

গত দুই জাতীয় সংসদ নির্বাচনে জাসদ নেতা মঈন উদ্দিন খান বাদল এ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এবার তার দিকে ৩য়বারের মতো মনোনয়নের পাল্লা ঝুঁকে পড়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

তবে এখনো একেবারে নিরাশ নন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। তারা শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। মহাজোটের নেতাকর্মীরা জানান, চট্টগ্রাম-৮ আসনে জাসদের মঈন উদ্দিন খান বাদলের মনোনয়ন এক প্রকার নিশ্চিত।

মোছলেম উদ্দিন জানান, নৌকার স্বার্থে দলের চূড়ান্ত সিদ্ধান্তকে মেনে নেতা-কর্মীরা কাজ করবেন। সাংসদ মঈন উদ্দিন খান বলেন, ‘মনোনয়ন পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক বিষয়। কিন্তু আমি ১০ বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে উন্নয়ন কাজ করেছি। প্রার্থী চূড়ান্ত এবং নৌকা প্রতীক বরাদ্দ হলে সবাই ঝাঁপিয়ে পড়বে।

*চট্টগ্রাম-৮ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি!