আমি বিএনপিও করি না, আ’ লীগও করি না-মনজু

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম বিএনপি ছেড়ে ফের আওয়ামী লীগে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন ওঠেছে। গত সোমবার (১৫ আগস্ট) ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মেমোরিয়াল ফাউন্ডেশন’র শোক দিবসের আলোচনা সভায় যোগ দেয়ার পর থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর এ গুঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে মনজুর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোথাও যোগদান করছি না। আওয়ামী লীগ না করলে শোক দিবসের আলোচনা সভায় যাওয়া যাবে না, এমন কোনো কথা নাই। বঙ্গবন্ধু সবার, তাকে হত্যা বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে নির্লজ কাজ। এদেশের বিবেকবান সব মানুষের মতোই এ জন্য আমি মর্মাহত। আর তাই শোক দিবসের আলোচনা সভায় গেলাম।
দলীয় রাজনীতিতে নিজেকে আর জড়ানো ইচ্ছে নেই জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এ মেয়র বলেন, আমি বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না। আমি এখন সমাজসেবা ও ব্যবসা নিয়ে ব্যস্ত। দলীয় রাজনীতি করার আর ইচ্ছে নেই। তবে বঙ্গবন্ধুর প্রতি ও দেশের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রয়েছে। আমি আওয়ামী লীগের যোগদান করেছি বলে যারা গুঞ্জন তুলছে তারা ভুল করছে। শোক দিবসের অনুষ্ঠান বা আলোচনা সভায় গেলে আওয়ামী লীগে যোগদান হয় না।

মনজুর আলম বলেন, আমি যখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলাম, তখনও মেয়র হিসেবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছি। কাজেই শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া আমার জন্য নতুন কিছু না। ১২ বছর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি আমি। এই ফাউন্ডেশনের উদ্যোগে আমি প্রতিবছর বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন করি। এ বছরও তার ব্যত্যয় হয়নি। কিন্তু এবার এ নিয়ে মেতে উঠেছে মিডিয়া। মিডিয়া আমাকে আওয়ামী লীগে ফিরিয়ে এনে ছাড়ল। এটা ঠিক নয়।
২০১০ সালের ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশেন নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে এম মনজুর আলম আওয়ামী লীগের প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে ৯৩ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন। এরপর তাঁকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়।২০১৫ সালের ২৮ এপ্রিল বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলেও মনজুর আলম ভোট গ্রহণ শুরুর তিন ঘণ্টার মাথায় ‘কারচুপির’ অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন। সেইসঙ্গে রাজনীতি ছাড়ারও ঘোষণা দেন তিনি। সম্প্রতি ঘোষিত বিএনপির নতুন কমিটিতে আর ঠাঁই হয়নি মনজুরের। সুত্র:পূর্বপশ্চিমবিডি।
আমি গোফে তেল দিই
আমি বি এন পি ও করিনা আওয়ামীলীগ ও করিনা ছিটিংগায়া গরি মেয়র অয়েদি বিএনপিরে বেকুপ বানাই।
Jamat karen na ki
এক কথায় সুবিধা বাদী…..
উনি তো সুবিধা বাদী
ওনি হিজড়া, পুরুষ অ না মহিলা অ না,
দালাল নাকি
Disgusting.
ভাই এই শালা এক জন বাটপার
উনি মানুষ হিসেবে কেমন সেটা উনার প্রতিষ্ঠান গুলোতে কর্মরতরাই ভালো বলতে পারেন
আমি পুরুষনা মহিলাও না…
এই সব মানুষের আদর্শও নাই
ব্যাগ্তিত্ব নাই।
উনার রক্তে বইছে আওয়ামী রক্ত,এই দালালকে বিএনপিতে এতে বিএনপি ভুল করেছে।
দেশের শত্রু দালাল দলের হিজরা নেতা।
উনি ছাগল এর তিন নাম্বার বাচ্চা
তাহলে পার্বত্য এলাকার তঞ্চ্যাঙ্গ্যা পার্টি!!
এক পিচ মুরগী,একটি ডিম, কতদুর ঝোল—-দিয়ে ছিড়া অার ভিজবে না।
Got কোতাকার ।
সুবিধাবাদ —- জিন্দাবাদ।
মোনাফেকরা দুই নৌকায় পা রাখে।
দু দিল বান্দা
উনি বাসুদ করে
বাংলাদেশ সুবিদা বাদি দল
হাঁচানি চিটিং,
ধরি মাচ না ছুই পানি বাটপার
বিএনপি আর আওয়ামী লীগ থেকে আম আর কলা সব খাইয়া অবশেষে তেনার ভিমরতি হইলো,,,, আমি কিছুই করি না
জাতিয় দালাল
যারা সারাজীবন দলের জন্য কাজ করেছে, নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে, সেখানে তাদের মূল্যায়ন হয় না, কিন্তু টাকাওয়ালাদের মূল্যায়ন হয়, এজন্য দলের এ অবস্থা!
Leda pok…
এখন আর ঘি নাই মাখন ও নাই
cudanir polo tui kon party kro halarpoth.
তাহলে মনজুর সাহেব সরকারী দল। যেটা ক্ষমতায় আসে সেই পাটি////
তাহলে তুমি কি ????
দালালি করি
তুমি মানুষ ও না আবার অমানুষ ও না।
হিজরা
they are MUNAFEEK.
Tumi Manzur hole Randy (Randy ra Jemon ek customer ke biday kore onno customer er jonno a bar nijre sajay temni. Ekhon awami legue BNP kotaho jaigay nai akhon onno kono sujug er opekka. …
চিটিং
sobidabadi
এত দিন পরে বুঝলেন
Subidhabadhir dal ache naki!!!!!!!!!!!!
Ta ho La ke sobida pate
ও কি হিজরা নাকি!
উনি আরামে ঘুম যেতে চান।
আমার মতো…
উনি এরশাদ পার্টি,এরশাদের মত সকালে একটা বলে,বিকালে আরেকটা বলে।যত সব ছাগল।
মরনের আগে মনে হয় জামায়তকে পছন্দ হয়েছে।
দলের কথা চিন্তা না করে অনুগ্রহ করে – একজন জনদরদী , মানবতাবাদী , গরীব – দুখী মানুষের বন্ধু , মনজুর আলম কে বিশ্লেষণ করুন ।
হাজার দলীয় নেতা নামধারী ব্যাক্তির চেয়ে – তিনি উত্তম ।
ভাই, ডিগবাজি না দিলেই তো হয়। উনার কি টাকা পয়সার কম আছে। শেষ বয়সে এসে কেন শুধু শুধু সমালোচিত হচ্ছেন। মান সম্মান যা ছিল তা যাচ্ছে।
ভাইজান , ডিগবাজি সম্পূর্ণ বিপরীত কোনো অবস্থান বা সিদ্ধান্তে কেউ গেলে , বলা ভূল নয় ।
কিন্তু , এখানে আলোচিত দুই দলই মূলতঃ বুর্জোয়া শ্রেণীর নিয়ন্ত্রিত ।
দুটোই পণ্য ।
প্যাকেট বা মোড়ক ভিন্ন । (দুর্ভাগ্যবশতঃ সময়ের বিবর্তনে এটা হয়েছে )
মনজুর সাহেবের দল পাল্টানোর কথা গত দুইদিন ধরে মিডিয়াতে দেখছি ।
এ-আর এমন কী ?
শালা মুনাফিক
শোক দিবস পালন কালে আপনার পাশে কোন Business Man বা সাধারন কোন মানুষ বা সুশীল সমাজ ছিল না
♦আওয়ামী লোক ছিল।
ওনি ব্যবসা করেন।
সুবিধাবাদী
আমি মেয়রের বিচা আল্গাই
সাপও মরে লাটিও না ভাংগে ।এমন কৌশল।
নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার
আমি (মানুষকে) বিএনপি-আওয়ামী লীগ করায়- মনজু
পাগল আর শিশু সাড়া নিরপক্ষ কোন মানুষ হয় না,আওয়ামীলীগ করেছেন,বি,এন,পি,ও করেছেন,দুদলের দালালি ও করেছেন এখন কি জামায়েত করবেন বি,এন,পির ভোটে নিবাচনে জয়ী সাবেক মেয়র মন্জু সাহেব?
দালালি কর
ভালো কথায় বলেছেন
ধন্যবাদ
কাপুরুষ।