চবির তিন ছাত্রী হল থেকে ১০ বস্তা ইসলামী বই উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রী হল থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ইসলামী বই উদ্ধার করেছে বিশ্ববিদ্যলয় প্রশাসন। তবে ঘন্টাব্যাপী এ অভিযানে জড়িত কাউকেই আটক করা হয় নি। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার, প্রীতিলতা এবং দেশনেত্রী খালেদা জিয়া হলে এ তল্লাশি অভিযান চালায় পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে এবং সংশ্লিষ্ট হলগুলোর প্রভোস্টদের সহায়তায় পুলিশের তিনটি দল একযোগে হল গুলোতে এ যৌথ অভিযান পরিচালনা করে। বিপুল সংখ্যক মহিলা পুলিশও অভিযানে অংশ নিতে দেখা গেছে।
অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরীকে জানান, হল গুলোতে ছাত্রীদের ১৫-২০টি কক্ষ থেকে বেশ কিছু উগ্রবাদী জিহাদী বই পাওয়া গেছে। বইগুলো জব্দ করা হয়েছে এবং যেসব ছাত্রীদের কক্ষ থেকে এগুলো পাওয়া গেছে তাদের কে প্রাথমিকভাবে বিশেষ নজরদারীর আওতায় রাখা হচ্ছে।
কাউকে আটক করা না হলেও, তদন্ত করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
এছাড়া প্রীতিলতা হলের ১১২ নম্বর রুম সিলগালা করে দেয়া হয়েছে এবং দুটি মোবাইল জব্দ করা হয়। অভিযানে ১০ বস্তা উগ্রবাদী জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলেও প্রক্টর আলী আজগর চৌধুরী জানান।
ইসলামী বই এখন উদ্ধারের জিনিসের তালিকায়?
এভাবে কত কোটি ইসলামি বই তোরা ছিনিয়ে নিবি নে,ফেরাওনের চাইতে বেশি শক্তি শালি হতে পারনি,ধংস তোমাদের অনিবার্য,
ইসলামি বই কি নিষিদ্ধ?
৯৭/. মুসলিমের দেশে ইসলামি বই নিষিদ্ধ কারণ দেশের প্রধান মুশরিক না হলে এই আইন হয় না আল্লাহ তাদের হেদায়ত করুণ আমিন
বাংলাদেশে কি ইসলামী বই নিষিদ্ধ?
সাব্বাস তোমাকে ধন্যবাদ মাগুরলীগ
তোমাদেরকে ৯৮ সালে চিনেছি ছি ছি ছি ছি
তার মধ্যে কি নামায শিক্ষা, ফাজায়েলে আমল, মকছুদুল মোমেনিন, কোরআন শরীফ, ইসলামে নারীদের পর্দার হুকুম এসব জিহাদী বই আছেনি
কোরআন ও সহিহ হাদিসের বই হলে উদ্ধার করার কোন যোক্তিকতা নেই। শুধু দেখতে হবে সেগুলো ভুল ব্যাখ্যা সংক্রান্ত কোন হাদিসগ্রন্থ কি না। যেগুলোতে জঙ্গি ও সন্ত্রাসবাদ ছড়ায়।
জিহাদি বই গুলার তালিকা টা কি পাওয়া গেছে।
কোন দিন তালিকা দিতে পারবে না জালিম রা কারন তাদের নামটাযে মুসলমানের,লজ্জা লাগেতো,
ছাএী কি মুসলিম নাকি হিন্দু আর যদি মুসলিম হয় তবে কি বই রাকলে পুলিশ কুশি হবে । না কি সবাই রামের বই পড়া শুরু করবে
Magazine and Choti is so good to the Government ,
but islamik book is not good.
Hi Allah, Islamic books rakha ki oporad.
ইসলামী বই হচেছ এখন বড় হাতিয়ার ।