অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম অধ্যাপক ড. কামাল

0
.

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. মো. কামাল উদ্দিন অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। বিভাগে অন্যান্যা শিক্ষকদের মধ্যে তিনিই প্রথম যিনি অধ্যাপক পদে পদোন্নতি পান।

আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫১৮ তম এক্ট্রা অর্ডিনারি সিন্ডিকেট সভায় এ পদোন্নতি দেয়া হয়। এর আগে ২০১৫ সালে বিভাগে যোগ দেয়া প্রথম কোন শিক্ষক হিসেবে কামাল উদ্দিনের পিএইচডি ডিগ্রি গৃহীত হয়। ওই বছরই বিভাগের সভাপতির দায়িত্ব নেন তিনি।

২০০২ সালে বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) প্রথম শ্রেণিতে প্রথম এবং ২০০৩ সালে একই বিভাগ থেকে প্রথম শ্রেণিতে দ্বিতীয় হয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরে ২০০৫ সালে ১ জানুয়ারি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। পরের বছর ২০০৬ সালের ১২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। শিক্ষকতা জীবনে ২০০৮ সালের ৭ আগস্ট সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ও ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন তিনি।

উচ্চ শিক্ষায় ২০১১ সালে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জুরিক থেকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বিষয়ে অ্যাডভান্স মাস্টার্স সম্পন্ন করেন তিনি। এরপর ২০১৫ সালে হংকংয়ের সিটি ইউনিভার্সিটি অব হংকং থেকে এশিয়ান অ্যান্ড ইন্ট্যারন্যাশনাল স্টাডিজ থেকে পুলিশিং অ্যান্ড হিউম্যান রাইটসের উপর পিএইচডি সম্পন্ন করেন তিনি। উচ্চ শিক্ষা শেষে একই বছরের ৬ আগস্ট বিভাগের সভাপতির দায়িত্ব নেন ড. কামাল। পরে চলতি বছরের ৬ আগস্ট সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয় তাঁর।

এর আগের ২০০৪ সালের বিভাগ প্রতিষ্ঠার পর রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এমদাদুল ইসলাম এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল হাসান দায়িত্ব পালন করেছিলেন।