অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে ইসির নির্দেশ

0
.

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য মাঠ পর্যায়ে পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এবিষয়ে ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত একটি চিঠি সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি উপজেলায় একজন, সিটি করপোরেশন এলাকায় ভৌগোলিকভাবে পাশাপাশি অবস্থিত প্রতি তিন থেকে চারটি ওয়ার্ডে একজন, প্রতিটি জেলা সদরের পৌর এলাকায় এক বা দুজন এবং পার্বত্য এলাকায় ভৌগোলিকভাবে পাশাপাশি অবস্থিত তিন থেকে চার উপজেলায় একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে হবে।

চিঠিতে আরও বলা হয়, ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে নির্বাচনের পরদিন (৩১ ডিসেম্বর) পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার অনুপস্থিতিতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া যাবে। যেসব উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্মরত নেই সেখানে জেলা পর্যায়ে বা অন্যকোনো কার্যালয়, সংস্থা ও বিভাগে কর্মকর্তা প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে হবে।

ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় যেকোনো প্রার্থী বা সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।