অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ছাত্রশিবিরের ৯০জনের বিরুদ্ধে মামলা দায়ের

0
.

চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্রশিবিরের অফিস থেকে ৬টি ককটেল ও বোমা তৈরীর গান পাউডার, পেট্রোল উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।  

মামলায় নগর শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯০ জনকে আসামী করা হয়েছে।  

আজ রবিবার (৪ নভেম্বর) ভোরে চকবাজার থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বাদী এসআই আনিসুর রহমান বিষয়টি পাঠক ডট নিউজকে নিশ্চিত করে বলেন, শিবির অফিস থেকে ককটেল ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায়  ছাত্রশিবির মহানগর উত্তরের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আ স ম রায়হান, বায়তুল মাল সম্পাদক হামেদ হাসান এলাহী, আমান উল্লাহসহ ৫২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য গতকাল শনিবার সন্ধ্যার দিকে নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় শিবিরের মহানগর কার্যালয়ে পুলিশ ব্লক রেইড চালানোর উদ্যোগ নিলে এসময় অফিসের ভিতরে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।  এর পরপরই কয়েকশ পুলিশ পুরো এলাকা ঘেরাও করে শিবির অফিসে তল্লাশী চালিয়ে ৬টি ককটেল আধা কেজি গান পাউডার, আড়াই কেজি পেট্রোল ও শিবিরের বেশ কিছু প্রকাশনা উদ্ধার করেছে বলে দাবী করে পুলিশ।  তবে এ অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে শিবিরের দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে দাবী করা হয়, শিবিরের কার্যালয়ে বিস্ফোরণের পর পুলিশের তল্লাশীকালে ৬টি ককটেল ও বোমা তৈরীর বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধারের ঘটনাকে পুলিশের সাজানো নাটক।  সম্প্রতি সিএমপিতে যোগ দেয়া পুলিশের এডিসি মেহেদী হাছান নিজের কর্তৃত্ব জাহির করার জন্য অতি উৎসাহিত হয়ে এ অভিযান চালিয়েছে।  শিবিরের দাবী যে অফিসে অভিযান চাীরয়েছে সেটি গত ৮ বছর যাবত বন্ধ রয়েছে।  সেখানে কোন মালামাল নেই।