অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পরিবহন ধর্মঘটে অচল চট্টগ্রাম, চরম দূর্ভোগ সাধারণ মানুষ

0
.

সংসদে পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সারাদেশে পরিবহন ধর্মঘট চলছে।

আজ রবিবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে।

.

ধর্মঘটের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় চট্টগ্রামে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

গন্তব্যে যেতে সকালে রাস্তায় নেমে যাত্রীরা বাস না পেয়ে ভোগান্তিতে পড়েন । অফিসগামী যাত্রীরা গণপরিবহন না পেয়ে বিকল্প উপায়ে গন্তব্যে রওয়ানা করেন।

.

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে রাস্তার ওপর শত শত যাত্রী অপেক্ষা করছে, কিন্তু কোনো গণপরিবহন নেই। বাধ্য হয়ে কেউ পায়ে হেঁটে, কেউ রিকশা-ভ্যানে করে, আবার কেউ বিকল্প কোনো মাধ্যমে গন্তব্যে পৌঁছেন।

অভিযোগ উঠেছে, সকালের দিকে কিছু কিছু প্রাইভেট গাড়ী রাস্তায় বের হলে পরিবহন শ্রমিক নেতাকর্মী গাড়ী থামিয়ে চালকদের মুখে কালো তেল লাগিয়ে দিচ্ছে। এনিয়ে বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

.

এদিকে  ধর্মঘটের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বলা যায়, অতি ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছিল একেবারেই ফাঁকা। চট্টগ্রাম থেকে কোন ভারি যানবাহন ছেড়ে যেমন যায়নি তেমনী দেশের বিভিন্ন জেলা থেকেও কোন যানবাহন চট্টগ্রামে প্রবেশ করতে দেখা যায়নি। রাস্তা কোন পরিবহণ না পেয়ে হাজার হাজার মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরী প্রয়োজনে অনেকে পায়ে হেটে দীর্ঘপথ পাড়ি দিতে দেখা গেছে। তবে নিজের কিছু ব্যক্তিগত গাড়ি রাস্তায় চলাচল করতে দেখা গেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আট দফা দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনায় মামলা জামিনযোগ্য করতে হবে, শ্রমিকদের অর্থদণ্ড ৫ লাখ টাকা করা যাবে না, সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে, ড্রাইভিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি করতে হবে, ওয়েস্কেলে (ট্রাক ওজন স্কেল) জরিমানা কমানোসহ শাস্তি বাতিল করতে হবে, সড়কে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশনের সময় শ্রমিকদের নিয়োগপত্র সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সত্যায়িত স্বাক্ষর থাকার ব্যবস্থা করতে হবে। সব জেলায় শ্রমিকদের ব্যাপক হারে প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে হবে এবং লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে।