অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারীতে নকল ফ্যান কারখানার সন্ধান

1
.

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি নকল ফ্যান কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত । এঘটনায় কারখানাটি সিলগালা করে দিয়ে মালিককে  ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

.

আজ বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে  হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এর নেতৃত্বে  মধ্যম কুয়াইশ এলাকার অভিযিান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান,  মো. আকতার হোসেন নামে এক ব্যাক্তি  বৈদ্যুতিক পাখার কারখানা বসিয়ে নকল পাখার ব্যবসা করছেন আড়াই বছর ধরে। বিভিন্ন ব্রান্ডের পাখা নকল করে সুদৃশ্য কার্টনে ভরে পাইকারি বাজারে সরবরাহ করা হয় এখান থেকে। তাদের কাছে নেই কোনো বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মান সনদ, নেই কোনো বৈধ কাগজপত্র।

 

১ টি মন্তব্য
  1. đại lý xe tải hino বলেছেন

    Hi colleagues, how is everything, and what you wish for to say on the topic of this post, in my view its actually amazing
    in favor of me.