অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেছে ৯ বসতঘর, ৪ লাখ টাকার ক্ষতি

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ১০ টার সময় উপজেলার পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে হয়েছে। আগুনে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসেরর ষ্টেশন অফিসার ওয়াসী আজাদ ।

জানা যায়, পশ্চিম আমিরাবাদ এলাকার আমিরুজ্জামান ছুট্টুর মালিকানাধীন ৯টি বসতঘরের ৩টি রুমে মালিক, ১টিতে বিস্কুটের গোডাউন ও আরো ৫টি বসতঘরে ভাড়াটিয়ারা থাকতো। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ ওয়াসি আজাদ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ঘটনায় সবকটি রুম আগুনে পুড়লেও তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আসায় ক্ষয়ক্ষতি কম হয়েছে।প্রাথমিক ভাবে ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।