অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ভ্যানগার্ড পোশাক কারখানাকে পরিবেশ আদালতের জরিমানা

0
.

অপরিশোধিত তরল বর্জ্য দ্বারা পরিবেশ দূষনের দায়ে ভ্যানগার্ড নামক একটি পোষাক কারখানাকে ৩ লক্ষ ৩৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে চুড়ান্ত সতর্ক করার পাশাপাশি ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বা পরিস্থিতির উন্নতি না হলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক জানান, বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে আগ্রাবাদ এলাকায় অবস্থিত ভ্যানগার্ড গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষকে জরিমানা ও সতর্ক করা হয়।

তিনি বলেন, আগ্রাবাদের ভ্যানগার্ড গার্মেন্টস লিমিটেডের ওয়াশিং কারখানায় ইটিপি পরিশোধিত তরল বর্জ্য পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৯’র আর্দশ মানমাত্রা বর্হিভুত হওয়ায় গত ৪ অক্টোবর সরেজমিনে পরিদর্শণ করে পরিবেশ অধিদপ্তরের একটি টিম। এতে অনিয়ম ও ত্রুটিপূর্ণ বিভিন্ন বিষয় ধরা পড়ে। এসময় কর্তৃপক্ষকে বৃহস্পতিবার শুনানিতে হাজির হতে বলা হয়। শুনানীঅন্তে প্রতিষ্ঠানটিকে ৩ লক্ষ ৩৬ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। এছাড়া তাদেরকে প্রাথমিক ভাবে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য : ২০১৪ সাল থেকে প্রতিষ্ঠানটির প্রায় সকল টেস্ট রিপোর্ট আর্দশ মানমাত্রা বহির্ভূত ছিল।