অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সুদীপ্ত হত্যার পরিকল্পনাকারীদের গ্রেফতার না করলে রাজপথ অবরোধ করবে ছাত্রলীগ

1
.

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাসের প্রথম মৃত্যু বার্ষিকীতে হত্যা মামলার রায় ও মূল হোতাদের গ্রেফতার এবং বিচারের দাবিতে স্মরণসভা ও বিক্ষোভ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

আজ মঙ্গলবার সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সভা অনুষ্ঠিত হয়।

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু’র সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর এর সঞ্চলনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের মাটিতে অন্যায়, অত্যাচার, জুলুম ও হত্যা মেনে নেওয়া হবে না। যদি অনতিবিলম্বে এসব অপকর্ম যদি বন্ধ না হয় তাহলে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ অন্যায়কারীদের কঠোর হাতে প্রতিহত করবে। তারা আগামী এক মাসের মধ্যে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যার মূল পরিকল্পনাকারীকে চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় ছাত্রলীগ নেতাকর্মীরা রাজপথ অবরোধ করতে বাধ্য হবে বলে হুঁসিয়ারী করেন।

স্মরণসভায় বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, সাবেক কেন্দ্রীয় নেতা শওকত হোসাঈন, ফারহান আহম্মেদ, মহিউদ্দিন শাহ, সাবেক ছাত্রলীগ নেতা মাঈনুল হক লিমন, তারেক হায়দার বাবু, মো: নাছির উদ্দীন, রফিকুল মান্নান জুয়েল, শিবু প্রসাদ সাহা, লিটন মহাজন, মোসলেহ উদ্দিন শিবলী, সাইফুল আনসারী, আজিজুর রহমান আজিজ, আবদুর রহমান জিল্লু, আশিকুননবী চৌধুরী, মেজবাহ উদ্দিন মোর্শেদ, রাজীব হাসান রাজন, রাজেশ বড়ুয়া, আবদুর রহিম শামীম, হুমায়ন কবির হিমু, মহানগর ছাত্রলীগ সহ সভাপতি ইয়াছিন আরাফাত কচি, নাজমুল হাসান রুমি, রুমেল বড়ুয়া রাহুল, জয়নাল উদ্দিন জাহেদ, নোমান চৌধুরী, সৌমেন বড়ুয়া, রনি মির্জা, ইরফানুল আলম জিকু, খোরশেদ আলম মানিক, আরফানুল আলম জিকু, হাসানুল আলম সবুজ, কবির আহমেদ, আবু তারেক রনি, মিনহাজুল আবেদীন সানি, শাহরিয়ার হাসান, আবদুল হালিম মিতু, শাহাদাত হোসেন বুলু, ফরহাদ আনোয়ার তপু, এহসানুল কবির ববি, কাউসার মো: রাজু, নাদিম উদ্দিন, জিয়াউল হক জিয়া, মোস্তফা কামাল, ফরহাদ সায়েম, জাকরিয়া হাবিব জাবির, মিজানুর রহমান মিজান, মোশরাফুল হক পাভেল, আরাফাত রুবেল, ইকবাল হোসেন নয়ন, ফখরুল ইসলাম, ফয়সাল অভি, ইসমাইল হোসেন বাতেন, জুয়েল, বিকাশ দাশ, মাহমুদুল করিম, সুভাষ মল্লিক সবুজ, মাহবুবুর রহমান, জয়নাল আবেদীন প্রমুখ।

১ টি মন্তব্য
  1. domino88 বলেছেন

    WOW just what I was looking for. Came here by
    searching for judi online