অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নিউ মার্কেট এলাকায় পুলিশের ওপর হামলাকারী সে যুবক গ্রেফতার

0
.

চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের উপর হামলাকারী এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার ভোরে নগরীর সদরঘাট মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় অভিযুক্ত আমির ফরহাদ আদর (২৭)কে। এর আগে এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে গোপন খবরের ভিক্তিতে তার বাসা থেকে হামলাকারী আদরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আমির ফরহাদ আদর সদরঘাট এলাকার আমির সোলেমানের ছেলে। এ নিয়ে মামলার এজাহারভুক্ত ছয় আসামির সবাইকে গ্রেফতার করা হল বলে জানান তিনি।

উল্লেখ্য গত ১২ অগাস্ট দুপুরে নগরীর আইস ফ্যাক্টরি রোড থেকে উল্টো পথ ধরে মোটর সাইকেল চালিয়ে আসায় ওই যুবকদের থামিয়েছিল ট্রাফিক পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করে মোটর সাইকেল আরোহীরা।

পরে আরও কয়েকজন যুবক এসে নিউ মার্কেট মোড়ের পুলিশ বক্সে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে। কোতোয়ালি থানা থেকে বাড়তি পুলিশ পাঠানো হলে সেই যুবকেরা পালিয়ে যায়।

এ ঘটনায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাজহারুল আলম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন।

তারা হলেন-মিরাজ ওরফে মেহরাজ, আদর, এনাম, শিবু, ফয়সাল ও রাসেল উদ্দিন।

পুলিশ জানায় আসামীরা ছাত্রলগের রাজনীতির সাথে জড়িত হলেও গ্রেফতারকৃত অভিযুক্ত আমির ফরহাদ আদরের পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতির সাথে জড়িত। সে কর্মাস কলেজের ছাত্র ছিল।