অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম বন্দরে পণ্যবাহি লাইটারেজ জাহাজ ডুবে গেছে

1
ফাইল ছবি।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ‘চর শ্যামাইল’ নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।

আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে বর্হিনোঙ্গরে অবস্থানরত মাদার ভেসেল থেকে মালা অানলোড করে ফেরার পথে লোহার স্ক্র্যাপ বোঝাই লাইটার জাহাজটি ডুবে যায় বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।

চট্টগ্রাম বন্দর রেডিও কন্ট্রোল রুম সুত্রে জানাগেছে, দুপুরে মাদার ভেসেল থেকে স্ক্র্যাপ লোহা ভর্তি করে বন্দরের দিকে রওনা হয় “চর শ্যামাইল’’ নামের লাইটারেজ জাহাজটি। কিছুদুর আসার পর এটি অন্য একটি লাইটারেজ জাহাজের সাথে ধাক্কা লেগে সাগরে ডুবে যায়।

তবে এতে থাকা লোকজনকে উদ্ধার করেছে আশেপাশে থাকা নৌকার মাঝি মাল্লারা।

বন্দর সচিব ওমর ফারুক জানান, লাইটারেজ ডুবির ঘটনায় কেউ হতাহত নেই। এবং এর কারণে বন্দরে জাহাজ চলাচলে কোন ধরণের সমস্যা হচ্ছে না।