অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এস কে সিনহার অ্যাকাউন্টে চার কোটি টাকা : দুদকে ফারমার্স ব্যাংকের কর্মকর্তারা

1
.

ফারমার্স ব্যাংক থেকে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) অ্যাকাউন্টে চার কোটি টাকা জমা হওয়ার বিষয়টি তদন্ত করতে ব্যাংকটির সাবেক এমডি এ কে এম শামীমসহ ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ওই কর্মকর্তারা দুদকে হাজির হয়েছেন  তিনি জানান, দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একদল তদন্ত কর্মকর্তা ওই ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীমসহ যারা দুদকে হাজির হয়েছেন তারা হলেন ব্যাংকটির এক্সিকিউটিভ অফিসার উম্মে সালমা সুলতানা, অ্যাসিস্ট্যন্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারী আহমেদ, সাবেক ম্যানেজার (অপারেশন) ও ভাইস প্রেসিডেন্ট মো. লুতফুল হক, সাবেক হেড অব বিজনেস ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাউদ্দিন ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়।

মঙ্গলবার (২৫ সেপ্টম্বর) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের পাঠানো নোটিশে তাদেরকে বুধবার হাজির থাকতে বলা হয়েছিল।

১ টি মন্তব্য
  1. financiële administratie বলেছেন

    What’s up to every body, it’s my first pay a quick visit of this blog; this web site
    contains amazing and genuinely excellent stuff in support of visitors.