অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরেছেন ইমরুল কায়েস

0
.

এশিয়া কাপের সুপার ফোরে রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এসেছে। একাদশে ফিরেছেন ওপেনার ইমরুল কায়েস ও স্পিনার নাজমুল হোসেন।

বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত এবং পেসার রুবেল হোসেন।

এর আগে গ্রুপপর্বে আফগানদের বিপক্ষে লজ্জাজনকভাবে হারে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকেই তামিম ইকবাল ইনজুরিতে পড়ার কারণে ওপেনিংয়ে ব্যর্থতার বৃত্ত থেকে বেরুতে পারছে না বাংলাদেশ। লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত ওপেনিংয়ে ব্যর্থ হয়েছেন।

ওপেনিংয়ের ব্যর্থতার দূর করতে হঠাত করেই দুবাইয়ে পাঠানো হয় ইমরুল কায়েস এবং সৌম্য সরকারকে। সৌম্য একাদশে জায়গা না পেলেও ফিরেছেন ইমরুল। তবে ওপেনিংয়ে তার পরিবর্ত খেলছেন শান্ত।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন, নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ, রহমত শাহ, আসগার আফগান (অধিনায়ক), হাসমতউল্লাহ শাহীদি, মোহাম্মদ নবী, সামিউল্লাহ সিনওয়ারি, গুলবাদিন নায়েব, রশিদ খান, আফতাব আলম এবং মুজিব উর রহমান।