অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিএনপি নেতা ফজলুর রহমান পটল আর নেই

1
Screenshot_4
সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ার পার্সনের উপদেস্টা ফজলুর রহমান পটল।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল আর নেই। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে ফজলুর রহমান পটলের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফজলুর রহমানের ছোট ভাই হারুনুর রশীদ বাবু জানান, ১৬ এপ্রিল তিনি চিকিৎসার জন্য কলকাতায় যান। কলকাতার রবীন্দ্রনাথ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান।
বিএনপির সদ্য ঘোষিত নতুন কমিটিতে ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের ৬ নম্বর উপদেষ্টা ছিলেন।
ফজলুর রহমান নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে তিনবার সাংসদ নির্বাচিত হন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

১ টি মন্তব্য
  1. Linja Taiwan বলেছেন

    INNA LILLA HA O A INNA ELA HA RAJAUN…