অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সদরঘাট ও বাকলিয়া থানায় আটক ১৩ শিবির কর্মী রিমান্ডে

0
.

চট্টগ্রামে এক সপ্তাহ আগে সদরঘাট ও বাকলিয়া থানায় আটক হওয়া ইসলামী ছাত্র শিবিরের ১৩ নেতা-কর্মীকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

সোমবার তাদেরকে আদালতে হাজির করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মো. নোমান প্রত্যেককে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- ইয়াছিন আহাদ ইমন (২১), কুতুব উদ্দিন (২৩), জিয়াউর রহমান (২২), জুনাইদুল ইসলাম (২১), ইমীান হোসেন (২০), সাইফুদ্দীব খালেদ (২৪), মো. সাজ্জাদ (২০), রুহুল কাদের (২০), মেহেরাজুল ইসলাম (১৮), সাব্বির হোসেন (২৫), খোরশেদ আলম (২৪), মো. শাকিব (১৮) ও সাজেদুল করিম (১৮)।
তথ্যটি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

গত ৩ সেপ্টেম্বর সদরঘাট ও বাকলিয়া থানায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে পুলিশ। এরপর নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়।