অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কালুরঘাট সেতুর স্পেন সরে গেছে, যানবাহন চলাচলে সর্তকতা

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর বিট্রিশ আমলে নির্মিত কালুরঘাট রেলওয়ে সেতুর স্পেন সরে গেছে। একারণে যানচলাচলে সর্তক থাকার পরামর্শ দিয়েছেন রেলওয়ে সেতু পরিদর্শক।

গত কয়েক দিন আগে কালুঘাট সেতুতে ডক ইয়ার্ডের নির্মাণাধীন একটি জাহাজ ভেসে এসে আঘাত হানলে সেতুর পুর্বপ্রান্তের ৫নং পিলারের স্পেন সরে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয় বলে জানান চট্টগ্রাম বিভাগের সেতু পরিদর্শক মো. আকবর।

তিনি জানান, স্পেনটি গত দুইদিনের চেষ্টায় যথাযথ স্থানে আনা হয়েছে। ফলে আপাতত বিপদ কেটে গেছে। পুরোপুরি কাজ শেষ করতে আরো দুইদিনের কাজ রয়েছে। তবে যান চলাচলে সর্তকতা অবলম্বনের জন্য অনুরোধ জানান তিনি। এছাড়া সেতু দিয়ে রেল ৬০ কি.মি. বেগে সেতু অতিক্রম করার নির্দেশনা রয়েছে।

.

আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেল সেতু পুর্বপ্রান্তের সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত সেতু দিয়ে যানচলাচল বন্ধ রেখে কাজ করার সময় ভোগান্তিতে পড়ে জনসাধারণ। সেতু দুইপ্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে সেতু পারাপার করে নানান বয়সী মানুষ।

সেতু পরিদর্শক মো. আকবর এ ব্যাপারে বলেন, জনভোগান্তির কথা ভেবে দ্রুত সময়ে কাজ শেষ করতে হয়েছে। বাকি কাজ আগামী ৬ সেপ্টেম্বর শেষ চেষ্টা করা হবে।

বোয়ালখালী, পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামবাসীর একমাত্র যাতায়াতের অবলম্বন কালুরঘাট সেতু। ১৯৩০ সালে ব্রিটিশ সরকার সেতুটি নির্মাণ করে। ৮৫ বছরের পুরনো সেতুটি রক্ষণাবেক্ষণের অভাবে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভারী বর্ষণে গার্ডার পেস, প্লেট, রেলের স্লিপার, পাথরের পিস উঠে গিয়েছে। ঝুঁকিপূর্ণ সেতুটির ওপর প্রায়ই যানজট লেগে থাকে। ফলে প্রতিদিন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়ে।