অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে যুবলীগের হামলায় দুই ভাই নিহত

0
চমেক হাসপাতালের মর্গে নিহত রমজান আলী খোকনের লাশ পড়ে আছে।

জেলার সীতাকুণ্ডে ছোট দারোগার হাট এলাকায় জাতীয় শোক সভা শেষে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত ও কয়েকজন আহত হয়েছে। আজ সোমবার রাতে স্থানীয় বারৈয়ারঢালা স্কেল এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, আওয়ামী লীগ নেতার নাম রমজান আলী খোকন (৩৪) ও তার ছোট ভাই সিজল (৩০) তারা দুজন আপর ভাই বারৈয়ারঢালা ইউনিয়নের মৃত নুরুল আবছারের ছেলে।  এর মধ্যে রমজান ৭ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বলে জানাগেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত দাশ পাঠক ডট নিউজকে বলেন, সীতাকুণ্ডের ছোট দারোগার হাট এলাকায় হামলায় আহত দু্ই ভাইকে হাসপাতালে আনার পর রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা একজনকে মৃত্যু ঘোষণা করেন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, আহত নিজল রাত ১১টার দিকে চিকিৎসাধীনবস্থায় মারা যান।  এনিয়ে দেড়ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

 প্রতক্ষ্যদর্শী স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সোমবার বিকালে ছোট দারোগারহাটস্থ কুটুম্ববাড়ি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন আওয়ামী লগের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সভা শেষে নেতাকর্মীরা বাড়ী ফেরার পথে সাড়ে ৭টার দিকে বারৈয়ারঢালা স্কেল এলাকায় ৩০/৪০ জনের যুবলীগ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলায় চালায়।  এতে অন্তত ৮/১০ জন আহত হয়।

তাদের মধ্যে ৫ জনকে সীতাকুণ্ড স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আশঙ্কাজনকবস্থায় রমজান আলী খোকন ও সিজন নামে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৯টায় রমজান আলী মারা যান। তাদেরকে চাইনিজ কোড়াল দিয়ে কুপিয়েছে বলে স্থানীয়রা জানায়।

এ হামলার জন্য স্থানীয় যুবলীগ নেতা ও বরৈয়ারাঢালা ইউপি চেয়ারম্যান রায়হান গ্রুপকে দায়ী করেছে আওয়ামী লীগের একাংশ।  নিহত অাওয়ামী লীগ নেতা রমজান আলী খোকন ও তার ভাই সিজল আওয়ামী লীগ নেতা ইসলাম গ্রুপের সমর্থক ছিল বলে জানা গেছে।