অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অনাবিল শান্তি আর ত্যাগের মহিমায় চট্টগ্রাম জুড়ে পালিত হচ্ছে ঈদুল আজহা

0
.

ত্যাগ, শান্তি আর আনন্দের অনাবিল সওগাত নিয়ে চট্টগ্রাম জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সর্বোচ্চ ধর্মীয় ভাবগাম্ভীর্য, যথাযোগ্য মর্যাদা, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় মুসলমানগণ আনন্দ উৎসব পালন করছে।

আজ বুধবার (২২ আগস্ট) বন্দরনগরী চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজের পর পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উৎসবে মেতে উঠেছেন ধর্মপ্রাণ মানুষ।

সকালে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের পর খুতবায় দেশ এবং দেশের মানুষের কল্যাণ কামনায় মহান আল্লাহতালার কাছে আকুতি জানানো হয়েছে।

সকাল পৌনে ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে ইমামতি করেছেন খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। চট্টগ্রাম সিটি করপোরেশন এই ঈদ জামাতের আয়োজন করেছে। একই ময়দানে সকাল পৌনে ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।  এসব জামাতে ধনি গরীব ভেদভেদ ভুলে এক কাতারে নামাজ আদায় করেন মুসল্লিরা।

নগরীতে এবার সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ১৬৮ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে নগরীর ৯৩টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

.

জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে আয়োজিত ঈদের প্রধান জামাতে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী-শিল্পপতি সহ সর্বস্তরের হাজার হাজার মুসল্লির এখানে ঈদের নামাজ আদায় করেন।

এখানে ঈদ জামায়াতে নামাজ আদায় করেছেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রামের সাবেক মেয়র মীর মো.নাছির উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন ও সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঈদ জামাতে শেষে রাজনৈতিক দলের নেতারা ভেদাভেদ ভুলে একে অপরকে জড়িয়ে ধরে করেছেন কোলাকুলি। জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এদিকে নামাজ শেষে নগরীর অলিগলি পাড়া মহল্লায় পশু কোরবানি দেয়া হয়।