অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবিতে পরিবহন সংকট নিরসনের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

0
.

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সার্বিক পরিবহন সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। দাবি না মানা হলে সাধারণ ছাত্রদের নিয়ে ‘দুর্বার আন্দোলন’ গড়ে তুলবেন বলেও হুশিয়ারি দিয়েছে সংগঠনটি।

আজ ১২ আগস্ট (রোববার) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরে চবি শাখা প্রগতিশীল ছাত্রজোটের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলোত্তর সমাবেশে চবি ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষণ প্রদীপ চাকমার সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চবি সংসদের সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন চবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবীব এবং ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক শুভ মারমা।

এসময় বক্তারা বলেন,পরিবহন ভাড়া বাবদ প্রত্যেক ছাত্রের কাছ থেকে নির্দিষ্ট সংখ্যক ভাড়া আদায় করা হয়। কিন্তু একই পরিমাণ ভাড়া পরিশোধের পরেও প্রত্যেক ছাত্র শাটলে বসার জায়গা পাচ্ছে না। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের জন্য যে বাজেট করা হয় সে বাজেটে ছাত্রদের পরিবহন সুবিধা দেওয়ার নিমিত্তে বরাদ্দ থাকা প্রয়োজন এবং প্রত্যেক ছাত্রের জন্য একটি সিটের নিশ্চয়তা প্রশাসনকে দিতে হবে।