অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ছাত্র ফেডারেশনের দুই নেতাসহ চার জনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

0
.

নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলনে সামাজিক যোগযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে আইন শৃংঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য এবং রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুন্ন করার উস্কানী প্রদান করার অপরাধে চট্টগ্রামে বাম ছাত্র সংহঠন ছাত্র ফেডারেশনের দুই নেতাসহ চারজনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার (৬আগষ্ট) রাতে কোতোয়ালী থানার এসআই মোঃ রুহুল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্তরা হলো, চট্টগ্রাম মহানগর ছাত্র ফেডারেশন এর যুগ্ম সাধারন সম্পাদক মারুফ হোসেন (২৩),রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক আজিউর রহমান আসাফ (২০),ইমদাদুল হক প্রকাশ আশিক (২৪ ও আব্দুল্লাহ আল সাহেদ (২০)।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে রাস্তার উপর থেকে ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার অপরাধে তাদের আটক করা হয়। তারা সাধারন ছাত্র ছাত্রীদের শান্তিপূর্ন আন্দোলনের ভিতরে প্রবেশ করে সারা দেশে বিশৃংখলা সৃষ্টির লক্ষ্যে ইলেকট্রনিক্স বিন্যাসে আইন শৃংঙ্খলা অবনতি ঘটানোর জন্য এবং রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুন্ন করার উস্কানী প্রদান করে বলে স্বীকার করে।