অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সন্দ্বীপ চ্যানেলের কাছে গম বোঝাই লাইটারেজ জাহাজ ডুবি 

0
.

বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের কাছে ১১০০ টন গম বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রাম বন্দর সীমা থেকে ৭ নটিক্যাল মাইল দূরে দুটি লাইটারেজ জাহাজের মধ্যে সংঘর্ষের পর এমভি পাটগাটি-২ নামের জাহাজটি ডুবে যায় বলে নিশ্চিত করেছেন বন্দর রেডিও কন্ট্রোল রুম।

জানাগেছে, সোমবার রাত আড়াইটার দিকে বহির্নোঙ্গরে থাকা মাদার ভেসেল থেকে আমদানীকৃত ১১০০ টন গম নিয়ে লাইটারেজ জাহাজ এমভি পাটগাটি-২। নারায়ণগঞ্জে যাওয়ার সময় সন্দ্বীপ চ্যানেলের কাছে অপর লাইটারে জাহাজ এমভি আবদুল্লাহ আসিফ-১০ সাথে ধাক্কা লেগে পাটগাটি-২ এর তলা ফেটে যায়। এতে পানি ঢুকে এটি আস্তে আস্তে ডুবে যায়। তবে জাহােজে থাকা ১৪ জন নাকিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ ব্যাপারে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, জাহাজটি ডুবে যাওয়ার সর্তক বার্তা পেয়ে আসে পাশে থাকা নৌযান দিয়ে এর নাবিকদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনারস্থল বন্দর চ্যানেলের বাইরে হওয়ায় বন্দরে জাহাজ চলাচলে কোন ধরণের সমস্যা হচ্ছে না। তবে বর্তমানে নৌ বাহিনীর একটি জাহাজ ঘটনাস্থলে পৌছেছে বলে জানান বন্দরের এ কর্মকর্তা।