অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শেখ হাসিনার কার্যালয় হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রলীগের বিক্ষোভ

0
.

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডি-৩ এর দলীয় কার্যালয়ের অফিস ভাংচুর ও হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে রবিবার সকালে টাইগার পাস মোড়ে মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন দেশরত্ম, বিদ্যানন্দিনী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ দলীয় কার্যালয়ে ছাত্র নামধারী জামায়াত বিএনপি সন্ত্রাসীরা ধারালো অস্ত্র সশস্ত্র নিয়ে যে বর্বরোচিত হামলা চালায় তা নিন্দনীয়। নিরাপদ সড়ক চাই দাবিতে ছাত্ররা যখন আন্দোলনরত তাদের উস্কানি দিয়ে এসব জামায়াত বিএনপি যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তা প্রতিহত করার লক্ষ্যে আজ থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সকল নেতৃবৃন্দ এবং সকল ইউনিটের নেতৃবৃন্দ ও কর্মীভাইদের সজাগ থাকার আহ্বান জানান এবং যে কোন অরাজকতা সৃষ্টিকারীদের গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে ছাত্র সমাজকে কাজ করে যাওয়ার আহ্বান জানায়।

এ সময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগ নেতা তালেব আলী, একরামুল হক রাসেল, নাঈম রনি, মঈনুল হাসান চৌধুরী শিমুল, সৌমেন বড়ুয়া, শহীদুল ইসলাম শহীদ, ওয়াহেদ রাসেল, সুজন বর্মণ, সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ার, খোরশেদ আলম মানিক, সম্পাদকমন্ডলীর সদস্য হাসানুল আলম সবুজ, মিনহাজুল আবেদীন সানি, আবুল মনসুর টিটু, মিয়া মো: জুলফিকার, মনির আলম, ওয়াহিদুর রহমান কিরন, আবদুল মান্নান রুবেল, রাশেদুল আলম, হুমায়ন কবির আজাদ, আরজু ইসলাম বাবু, রায়হানুল কবির শামীম, নাছির উদ্দিন কুতুবী, ওসমান গণি, আরবিন সাকিব, সাব্বির সাকির, মো: সাব্বির, ইফতেখার উদ্দিন রুপু, ফারিয়া আক্তার রিয়া, সদস্য মাহমুদুর রশীদ বাবু, মো: জাকারিয়া হাবিব জাবির, শেখর দাশ, আরাফাত রুবেল, মোশাররফ হক পাভেল, কামরুল হুদা পাভেল, হেমায়েত ইসলাম খান মুন্না, মিজানুর রহমান মিজান, সালাউদ্দিন বাবু, আবু সাঈদ, ওমর ফারুক সুমন, ফাহাদ আনিছ, রিদুয়ানুল কবির সজীব, বোরহান উদ্দিন গিফারী, আলাউদ্দিন বাবু, মো: জাহেদ আলম, মহানগর ছাত্রলীগ নেতা বিকাশ দাশ, নোমান জিহাদ, মাকসুদুর রাশেদ মাসুদ, মোজাম্মেল হোসেন শামীম, রেজাউল করিম রিটন, রাকিবুল ইসলাম সেলিম, শহীদুল ইসলাম শহীদ, নাবির আহমেদ লিটন, শুভ ঘোষ, আবদুল মালেক, আরমান সাজিদ, মো: লিংকন, মো: নোমান, প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের চট্টগ্রামের সাবেক নেতৃবৃন্দ।

এর আগে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাইগার পাসের সমাবেশে মিলিত হয়।