অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আদালত অবমাননার দায়ে ফটিকছড়ির ইউ চেয়ারম্যানের কারাদন্ড

0
.

আদালত অবমাননার দায়ে ফটিকছড়ির নারায়নহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।  আজ বুধবার (১আগষ্ট) জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট -২ এর বিচারক হেলাল উদ্দিন ৪৮৫ ধারায় এ আদেশ দেন।

আদালত সুত্র জানায় সিআর ৪০/১৮ নং মামলায় কোর্ট গত ১৫ জুলাইয়ের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলে। এর ব্যত্যয় হলে তা আদালত অবমাননার সামিল হবে এবং তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হবে মর্মে আদেশে উল্লেখ করা হয়েছিল। চেয়ারম্যান হারুন আদালতের নির্ধারিত সময়ে উক্ত মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় ৪৮৫ দারায় তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গত ১৫ তারিখ আদালত এ আদেশ দিলেও আজ বুধবার তা জানাজানি হয়।
হারুনের আইনজীবি এড.ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন বর্তমানে তিনি আপিল শর্তে জামিনে রয়েছেন । এর আগে অবৈধ করাত স্থাপনের দায়ে বন বিভাগের একটি মামলায় চেয়ারম্যান হারুনকে ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছিলেন আদালত। এ মামলায়ও তিনি সাজা আপিল শর্তে জামিনে আছেন।