অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইভটিজিং ও মাদক রোধে ছায়া পুলিশ হিসেবে কাজ করবে স্কুল ছাত্ররা

0
.

ইভটিজিং, মাদক, গ্যাংবাজি, আড্ডাবাজি রোধে সচেতনতা বাড়াতে এক নতুন কৌশল গ্রহণ করেছে কোতোয়ালী থানা পুলিশ। প্রথমবারের মতো গঠন করা হয়েছে ১১ সদস্য বিশিষ্ট পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটি।এই কমিটি ছায়া পুলিশ হিসেবে কাজ করবে।

আজ মঙ্গলবার (৩১জুলাই) স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশে এই কমিটি গঠন করা হয়।

৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালির সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসাইন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন, পিপিএম। এতে উপস্থিত ছিলেন পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবর্ণা ধর, পাথরঘাটা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই নুরুল ইসলাম, পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রায় ৩০০ জন।

অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্র নিজেদেরকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ করে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং মুক্ত সমাজ গঠনে শপথ গ্রহণ করে।