অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বর্ষায় ঘর ফ্রেশ রাখবে লেমনগ্রাস!

0

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় রান্নাঘরে ভ্যাপসা গন্ধ। ঘরেও একই দশা। এমন পরিবেশে মন বিষণ্ন থাকে। এর থেকে অনেকেই ঘরে ব্যবহার করেন এয়ার ফ্রেশনার। কিন্তু, বাজারের কৃত্রিম এসব এয়ার ফ্রেশনার আপনার পছন্দের সুঘ্রাণের হয় না এবং বেশিরভাগ সময়েই দেখা যায় ঘ্রাণটি ভালো লাগছে না কিছুক্ষণ পরে।

তাছাড়া বাড়তি দাম তো আছেই। এই সমস্যার সমাধান আপনি কিন্তু চাইলেই করে ফেলতে পারেন। নিজের পছন্দের অসাধারণ সব এয়ার ফ্রেশনার স্প্রে ঘরেই তৈরি করে নিতে পারেন একদম স্বল্প খরচে। চলুন তবে জেনে নেয়া যাক, লেমনগ্রাস হেভেন ফ্লেভারের এয়ার ফ্রেশনার তৈরির কৌশলটি—

উপকরণ:

লেমনগ্রাস ৬/৭ টি

ভ্যানিলা এসেন্স ১ টেবিল চামচ

লেবু ২ খণ্ড

পানি ২ কাপ

একটি পাত্র

একটি স্প্রে বোতল

প্রণালী:

একটি পাত্রে ২ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে চুলায় দিন। এতে ৬/৭ টি লেমনগ্রাস পাতা কুচি করে দিয়ে দিন।

১ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স এবং ২ খণ্ড লেবু দিয়ে ফুটতে দিন।

পানি ফুটে উঠার সাথে সাথে চুলার আঁচ অল্প করে নাড়তে থাকুন।

এতে প্রয়োজন মতো আরও বেশ খানিকটা পানি দিয়ে অল্প আঁচেই ফুটাতে থাকুন ১০ মিনিট।

এভাবে ফুটিয়ে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা হয়ে গেলে একটি স্প্রে বোতলে ভরে নিন এবং সাধারণ এয়ার ফ্রেশনারের মতো ব্যবহার করুন।