অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রগতি চাকমা

0
.

আলমগীর মানিক, রাঙামাটিঃ

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এমএন লারমা আদর্শিক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস (সংস্কারপন্থী) দলের সমর্থক আনারস প্রতিকের প্রগতি চাকমা।

আজ বুধবার উপ-নির্বাচনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া।

সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ কার্যক্রম। নির্বাচন সংশ্লিষ্ট্য সূত্রে ১৪টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে প্রায় ১৪ হাজার ৪৪০ ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্ধী হয়েছেন পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ সমর্থিত কাপ-পিরিচ প্রতিকের প্রণতি চাকমা।

সূত্রমতে, তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৮ হাজার ৪ভোট। সূত্রমতে, উপজেলার চারটি ইউনিয়নের ১৪টি ভোট কেন্দ্রে আনারস ও কাপ-পিরিচ প্রতিকের মধ্যে প্রাপ্ত ভোটের সংখ্যা হলো ঃ সাবেক্ষ্যং ইউনিয়নে : (১) মরাচেঙ্গী মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে-আনারস ১০৮৬, কাপ-পিরিচ ৮০৫ ভোট।

(২) জাহানাতলী উচ্চ বিদ্যালয়ে আনারস-১৫৩৭, কাপ-পিরিচ-৫২৬ ভোট। ৩) রত্নসিংহ কার্বারী পাড়া স্বল্পব্যয়ী প্রাথমিক বিদ্যালয়ে- আনারস ৫৪২, কাপ-পিরিচ ২৬০ ভোট। ৪) দক্ষিণ কেঙ্গালছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনারস-৮১, কাপ-পিরিচ ৮১০ ভোট।

নানিয়াাচর ইউনিয়নে : (৫) নানিয়াচর উচ্চ বিদ্যালয়ে আনারস ২৪২৬, কাপ-পিরিচ ১৩৬ ভোট। (৬) পাতাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনারস ১৫২২, কাপ-পিরিচ ৫২৯ ভোট। (৭) তৈ-চাকমা হেডম্যান পাড়া স: প্রাথমিক বিদ্যালয়ে আনারস ৩৯৮ কাপ-পিরিচ ৩১৯ ভোট। (৮) বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়ে আনারস ১২০২. কাপ-পিরিচ ৮৬১ ভোট।

বুড়িঘাট ইউনিয়ন: (৯) বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনারস ১১০৩, কাপ-পিরিচ ৩৩১ ভোট। (১০) নানিয়াচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনারস ১১৯৯ কাপ-পিরিচ ১ ভোট। (১১) বুড়িঘাট পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনারস ১৭৬১ কাপ-পিরিচ ৬৮৬ ভোট। (১২) কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনারস ১০৪০ কাপ-পিরিচ ৫৭০ ভোট।

ঘিলাছড়ি ইউনিয়ন : (১৩) ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনারস ২৬৭ কাপ-পিরিচ ১২৯৯ ভোট। (১৪) হাজাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনারস ২৭৬ কাপ-পিরিচ পেয়েছে ৮৭১ ভোট।

নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, নানিয়ারচর উপজেলার মোটারের সংখ্যা ৩২ হাজার ৮৫৪। তার মধ্যে নারী ভোটারের সংখ্যা হলো ১৫ হাজার ৮৪৬। পুরুষ ভোটারের সংখ্যা-১৭০০৮।

২৫শে জুলাই অনুষ্ঠিত হয়ে যাওয়া এই নির্বাচনে চেয়ারম্যানপদে তিন প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী ছিলেন কল্পনা চাকমা। তিনজন প্রার্থীই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।

এদিকে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচনী কর্মকর্তা আব্দুল লতিফ শেখের মোবাইল নাম্বারে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল সূত্র জানিয়েছে নির্বাচনে আনারস প্রতিকের প্রার্থী প্রগতি চাকমা বিজয়ের পথে এগিয়ে রয়েছে।