অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মেরিন ড্রাইভে র‌্যাব-বিজিবির গুলিতে দুই মাদক ব্যবসায়ী নিহত

0
.

কক্সবাজার জেলার রামু উপজেলার  হিমছড়ি মেরিন ড্রাইভে  র‌্যাব ও বিজিবির  যৌথ চেকপোস্টে কথিত বন্দুকযুদ্ধে  দুই মাদক ব্যবসায়ী  নিহত হয়েছে।নিহত একজনের নাম এনামুল হক (২৬)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার ও প্রায় ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আজ (১৯জুলাই) বৃহস্পতিবার ভোর  কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে বিজিবির একটি চেকপোস্টে এই ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কমান্ডর মেজর মেহেদী জানান, বিজিবির একটি দল রাতে হিমছড়ির ওই এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। পরে র‌্যাবের একটি দল চেকপোস্টে বিজিবির সঙ্গে যোগ দেয়। ভোরের দিকে টেকনাফের দিক থেকে আসা কক্সবাজার শহরমুখী একটি প্রাইভেট কার ওই চেকপোস্টের কাছে এসে বিজিবি ও র‌্যাব সদস্যদের দেখে দিক বদলে পালানোর চেষ্টা করে। বিজিবি ও র‌্যাব সদস্যরা দৌঁড়ে গাড়ির কাছে গেলে ভেতর থেকে তাদের দিকে গুলি করা হয়। বিজিবি ও র‌্যাব সদস্যরাও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়।