অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
.

নানা আয়োজনে পালিত হয়েছে চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী।  এ উপলক্ষে  মঙ্গলবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সিপিজেএ সদস্যরা ৩২ বছর ধরে চট্টগ্রামকে ছবির মাধ্যমে তুলে ধরছেন বিশ্বব্যাপী। একটা ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী। যা ভবিষ্যতেও বজায় থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএফইউজে সহ-সভাপতি শহীদ উল আলম, নব নির্বাচিত সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, কবি এজাজ ইউছুফী, আসিফ সিরাজ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, রাজনীতিবিদ ফরিদ মাহমুদ, সংগঠনের সাবেক সভাপতি মশিউর রহমান বাদল, সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম।

সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, কাজী মহসীন, মোস্তফা নঈম, রূপম চক্রবর্তী, শিশির বড়ুয়া, কুতুব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি সুভাষ কারণ, যুগ্ম-সম্পাদক নিপুল কুমার দে, অর্থ সম্পাদক উজ্জ্বল ধর, সাংগঠনিক সম্পাদক রবি শংকর চক্রবর্তী, প্রদর্শনী সম্পাদক মো. সরওয়ারুল আলম (সোহেল), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, নির্বাহী সদস্য রনী দে, সাবেক যুগ্ম সম্পাদক রাজেশ চক্রবর্তী, সাবেক নিবার্হী সদস্য প্রদীপ শীল, সদস্য এসএম তামান্না, সৌরভ দাশ, রবিন চৌধুরী, শরীফ চৌধুরী, অনুপম বড়‍ুয়া, সুরঞ্জিত শীল ও শ্যামল নন্দী।

আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।