অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হালিশহরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজি টেক্সিসহ গ্রেফতার ৪

1
.

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় অভিযান চালিয়ে একটি এলজি ও গুলিসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহ্নত একটি সিএনজি অটোরিক্সাও জব্দ করা হয়েছে।

আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে আগ্রাবাদ বড়পুল পিসি রোডস্থ এক্সেস রোডের মুখে রয়েল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে এ অভিযান চালানো হয়।
সিএমপি’র হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএএম বদরুল কবীর পাঠক ডট নিউজকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- নিজাম উদ্দিন প্রকাশ নেজাম (৩৩), মোঃ মনির উদ্দিন (৩৬), মোঃ আমির হোসেন (৪৬), মোঃ নুর আলম (৩২)।

হালিশহর থানা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৭টার সময় পুলিশ উল্লেখিত এলাকায় অভিযান চালায়। এসময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি সিএনজি অটোরিক্সাসহ ৪ জনকে আটক করাহেয়। পরে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি, ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ছিনতাই দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। আসামীরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম শহর ও তার আশপাশ এলাকায় ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃত আসামী নেজাম এর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, ছিনতাই, অস্ত্র আইনে সিএমপি, চট্টগ্রামের বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন ও তদন্তাধীন। অপর আসামী মোঃ মনির উদ্দিন এর বিরুদ্ধে দ্রুত বিচার এবং অস্ত্র আইনে ২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

১ টি মন্তব্য
  1. Al Masud বলেছেন

    Tarequl Islam chinos naki dekhto!!