অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক বয়কট, মধ্যরাতে সাংবাদিকদের বিক্ষোভ

1
.

ভুল চিকিৎসা ও দায়িত্বহীনতায় সাংবাদিকের শিশু কন্যা রাইফা হত্যার তদন্তে আসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পক্ষপাতমূল আচরণ ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বিএমএ নেতাদের দুর্ব্যবহারের প্রতিবাদে মধ্যরাতে রাজপথে বিক্ষোভ করেছে চট্টগ্রামের সাংবাদিকরা।

রবিবার রাতে তারা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বয়কট করে নগরীর মেহেদীবাগস্থ অভিযুক্ত ম্যাক্স হাসপাতালে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে গণমাধ্যম কর্মীরা।

এর আগে রবিবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কাজী জাহাঙ্গীর হোসেন, শেথ মো. মনজুরুল রহমান ও মাকসুদুল রহমান রাইফার মৃত্যুর এ বিষয়ে তদন্ত করতে আসেন। রাত ৯টার দিকে তারা ম্যাক্স হাসপাতালের কনফারেন্স রুমে হাসপাতালের কর্তৃপক্ষ ও সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন।

.

সাংবাদিক নেতারা অভিযোগ করেন, রাত ৯টার দিকে ম্যাক্স হাসপাতালে অনুষ্ঠিত বৈঠকে বিএমএ নেতারা তদন্তে বাধা সৃষ্টির চেষ্টা তদন্তে আসা স্বাস্থ্যমন্ত্রণালয়ের কর্মকর্তাদের সামনে সাংবাদিক নেতাদের সাথে অশুভন আচরণ করলে নেতারা বাধ্য হয়ে বৈঠক বয়কট করে রাস্তায় নেমে আসেন।

এ সময় সাংবাদিকরা বিএমএ কতিপয় নেতার অপসারণ, ম্যাক্স হাসপাতাল বন্ধসহ শিশু রাইফা হত্যার বিচার দাবী করে শ্লোগান দেন।  প্রায় দেড়ঘন্টা অবস্থানের পর সাংবাদিকরা বিক্ষোভ মিছিল নিয়ে মেহেদীবাগ, কাজীর দেউড়ি হয়ে জামালখান প্রেসক্লাবে এসে রাইফা হত্যার ঘটনায় তদন্ত কমিটির সাথে বৈঠক করেন।

সেখানে কমিটির প্রধান সিভিল সার্জন আজিজুল হক উপস্থিত ছিলেন। পরে এক পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আসা তদন্ত টিম প্রেসক্লাবে এসে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে কথা বলেন।

.

এসময় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, তদন্তকালে প্রাথমিকভাবে ম্যাক্স হাসপাতালে বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে। তারা হাসপাতাল পরিচালনার জন্য অধিদফতর ও বিএমডিসি কোনো অনুমোদনেই নেয় নি।। এ বিষয় আমরা শিগগিরই ব্যবস্থা গ্রহণ করবো।

এদিকে ম্যাক্স হাসপাতালে সামনে বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, রিয়াজ হায়দার চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, সিনিয়র সহসভাপতি মাঈনু্দ্দিন দুলাল, সহ-সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের স‍াধারণ সম্পাদক শুকলাল দাশ, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ।

উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, সিইউজের প্রচার সম্পাদক আহমেদ কুতুব, সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ, সরোয়ার সুমন, মহসিন কাজী, ফারুক তাহের, সাইদুল ইসলাম, আজহার মাহমুদ, ইফতেখার ফয়সাল, রাহুল দাশ নয়ন, আবদুল্লাহ আল মামুন, মুস্তফা ইউসুফ, শৈবাল আচার্য্য, এমএ হোসাইনসহ অন্যান্য সাংবাদিকরা।

১ টি মন্তব্য
  1. Md Akter Hossin বলেছেন

    শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে পরিনতি হবে ভয়াবহ