অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাকলিয়ায় স্কুলছাত্রী খুনের ঘটনায় গ্রেফতার শিক্ষানবিশ আইনজীবি রিমাণ্ডে

0
.

নগরীর বাকলিয়ায় নিজ বাসায় স্কুলছাত্রী ইলহাম বিনতে নাছিরের (১২) খুনের ঘটনায় গ্রেফতার হওয়া শিক্ষানবিশ আইনজীবী রিজুয়ান কবির রাজুকে রিমাণ্ডে নিয়েছে পুলিশ। আজ রবিবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালতে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। রিমান্ডে নেয়া রাজু নিহত ইলহাম বিনতে নাছিরের ছোট চাচির ছোট ভাই। তিনি সাতকানিয়া পৌরসভার কাউন্সিলর শিকু আরা বেগমের ছেলে এবং চট্টগ্রাম জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী।

পুলিশ জানায়, ইলহামের খুনের ঘটনায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে নানা নাছির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য গত শুক্রবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে পুলিশ।

ইলহামকে খুনের পর গলাটাকা লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কথিত এই রাজু।

এর আগে গত বুধবার নগরের বাকলিয়া থানার ল্যান্ডমার্ক আবাসিক এলাকায় নিজ বাসাতেই খুন হয় ইলহাম বিনতে নাছির। সে নগরীর মেরন সান স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাবা মো. নাছির উদ্দিন সৌদি আরব প্রবাসী।