অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চসিক, সিডিএ সহ ৬ সরকারি প্রতিষ্ঠানকে আইন নোটিশ

0
.

কর্ণফুলী নদী রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উচ্চ উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ ৬টি সরকারি প্রতিষ্ঠানের প্রধানসহ ৮জনকে আদালত অবমাননার আইনি নোটিশ পাঠিয়েছেন মনজিল মোরসেদ নামে এক আইনজীবী ।

আজ সোমবার (২৫ জুন) এ নোটিশ পাঠানো হয়।

আইনি নোটিশে বলা হয়, কর্ণফুলী নদীর তীরে অবৈধ দখল সংক্রান্ত ২০১০ সালে মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট নিয়ে জনস্বার্থে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করা হয়। রিটের পর আদালত রুল জারি করেন। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের আদালত রুল যথাযথ ঘোষণা করে ১১ দফা নির্দেশনা দেন।

নির্দেশনায় ৯০ দিনের মধ্যে বিবাদীদেরকে নদীর জায়গা থেকে স্থাপনা উচ্ছেদ করা, জলাধার সংরক্ষণ আইনের ৫,৮,৬ (ঙ)১৫ ধারার বাস্তবায়ন করতে নির্দেশ দেন।

২০১৬ সালের ১৬ আগস্টের এ রায়ের অনুলিপি বিবাদীদের নিকট পাঠানো হলেও আজ পর্যন্ত কর্ণফুলী নদীর অবৈধ দখল উচ্ছেদের কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সে প্রেক্ষিতে বাদী পক্ষের কৌসুলি আইনজীবী মনজিল মোরসেদ আট জনকে নোটিশ পাঠিয়ে ৭ দিনের মধ্যে আদালতের রায় অনুসারে কর্ণফুলী নদীর জায়গা দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদের অনুরোধ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম সিটি মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম পুলিশ কমিশনার, পরিবেশ অধিদপ্তরের ডিজি, চট্টগ্রামের জেলা প্রশাসক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে